রাজশাহী মেডিকেলে আরও দুজনের মৃত্যু

লেখক:
প্রকাশ: ২ years ago

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেচেন রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, রামেকের আরটিপিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৩১ জনের নমুনা পরীক্ষা হয়। এতে একজনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক ২৩ শতাংশ।

শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনা আক্রান্ত ও আরেকজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। করোনায় আক্রান্ত ব্যক্তির নাম তইয়বুর রহমান। তার বয়স ৯০ বছর। তিনি নওগাঁ জেলার বাসিন্দা। এছাড়া উপসর্গে মারা যাওয়া ব্যক্তির নাম কামসুল। তার বয়স ৬০ বছর। তিনি পাবনার আমিরপুরের বাসিন্দা।

তিনি আরও জানান, রামেক হাসপাতালের ২৪ শয্যার করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত ৬ জন রোগী ভর্তি ছিলেন। তাদের মধ্যে করোনা আক্রান্ত দুজন। উপসর্গ নিয়ে ভর্তি আছেন একজন। অন্য তিনজনের করোনা নেগেটিভ।