রাজশাহীতে প্রশ্নফাঁসের মামলায় ছাত্রী গ্রেফতার

লেখক:
প্রকাশ: ৬ years ago
রাজশাহী

এসএসসি’র গণিত পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে দায়ের করা মামলায় রাজশাহী থেকে রাবিয়া ইসলাম রিয়া নামে এক কলেজছাত্রীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম।

তিনি বলেন, ‘গণিত পরীক্ষার প্রশ্নের সঙ্গে রিয়া নামের ওই কলেজছাত্রীর মোবাইলে পাওয়া প্রশ্নের মিল পাওয়া গেছে। এজন্য প্রশ্ন ফাঁসের অভিযোগে তাকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। রিয়াকে রবিবার সকালে আদালতে সোপর্দ করা হবে।’

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম আরও বলেন, ‘তার মোবাইল ফোনে পাওয়া ‘ঘ সেট’ প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নের মিল পাওয়া গেছে। ৩০টি প্রশ্নের সবগুলো মিল রয়েছে। তার এক ফেসবুক বন্ধু পরীক্ষা শুরুর প্রায় পৌনে এক ঘণ্টা আগে প্রশ্নটি ম্যাসেঞ্জারে পাঠিয়েছে বলে রিয়া পুলিশকে জানিয়েছে। তবে বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। তার বন্ধুর সন্ধানে পুলিশ কাজ শুরু করেছে।’

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, ‘পরীক্ষা শুরুর আগেই মোবাইল ফোনে গণিতের একটি প্রশ্ন নামিয়ে পরীক্ষার্থীদের দেখায় রিয়া। এ সময় রিয়া একজনের হাতে একটি অংকের উত্তর লিখে দেয়। এরপর সে অন্নপূর্ণা কম্পিউটারের দোকানে প্রশ্নটি প্রিন্ট করতে যায়। এ সময় বিষয়টি টের পেয়ে দোকানটির মালিকের সহযোগিতায় ওই ছাত্রীকে আটকে রেখে পুলিশকে খবর দেন অভিভাবকরা। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় অভিযুক্ত রিয়ার নামে একটি মামলা হয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে।