রাজশাহীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে শিশু মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারপিটের প্রতিবাদে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।
শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫ টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে সংগঠনটি জানিয়েছে।
বিএমএ’র রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. নওশাদ আলী জানান, গত ২৬ এপ্রিল পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ডা. সানাউল্লাহকে লাঞ্ছিত করা হয়। এর প্রতিবাদে এবং চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে বিএমএ আজ সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত বেসরকারি সব ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে কর্মবিরতি পালন করছে। চিকিৎসকদের কর্মবিরতির কারণে নগরীর শতাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখা হয়েছে। তবে ক্লিনিকে পুরনো রোগীর চিকিৎসা অব্যাহত রাখা হলেও নতুন রোগী ভর্তি বন্ধ রাখা হয়েছে।
গত ২৬ এপ্রিল পপুলার ডায়াগনস্টিক সেন্টারে শিশু মৃত্যুর ঘটনায় তার স্বজনরা চিকিৎসক ডা. সানাউল্লাহকে মারপিট করেন। পরে ডাক্তারের সহযোগীরা মৃত শিশুর স্বজনদের মারপিট করে তাদের একটি ঘরে আটকে রাখে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com