ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসা শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করলেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ইসলামপুর ইউনিয়নে সহকারী কমিশনার (ভূমি) তায়েব-উর রহমান আশিক।
শুক্রবার বিকেলে ইউনিয়নের শামুকখোলা গ্রামে এ বাল্যবিয়ে বন্ধ করেন তিনি। এ সময় মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মা-বাবা মুচলিকা দেন।
তায়েব-উর রহমান আশিক জানান, বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজার নির্দেশে উপজেলার ইসলামপুর ইউনিয়নের শামুকখোলা গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় গ্রামের আব্দুল কুদ্দুস ওরফে কুদুর মেয়ে সংগ্রামপুর দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে বিয়ে দেয়া চেষ্টা করছিল অভিভাবকরা। বাল্যবিয়ে সম্পর্কে তার মেয়ের বাবা-মাকে বোঝানোর পর তারা রাজি হয়েছে এবং মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে কথা দিয়েছেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com