ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, বৃটিশরা এদেশের ওলামায়ে কিরামদের রাজনীতি থেকে দূরে রেখে গোলামীর জিঞ্জির পড়িয়ে দিয়েছে। রাজনীতি জায়েজ নেই এমন কথা মুলত ইয়াহুদী ও খ্রীষ্টানদের শেখানো বুলি। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যাবার জন্য নয় ইসলামকে ক্ষমতায় নেবার জন্য কাজ করছে।
আজ ১৭ ফেব্রুয়ারী ২০২৩ শুক্রবার দেশের বৃহৎ জুমার নামাজপূর্ব বয়ানে উপরোক্ত কথা বলেন শায়খে চরমোনাই। আজ জুমার নামাজে অংশ নেন বরিশালের প্রশাসনিক, বিশিষ্ট রাজনীতিবিদ ও গণমাধ্যম ব্যক্তিবর্গ।
এর আগে বাদ ফজর মূল বয়ানে মুফতী সৈয়দ ফয়জুল করীম শায়খে চরমোনাই আরো বলেন, দুনিয়ার স্বার্থের জন্য নয় এখলাসের জন্য এই মাঠ কায়েম থাকবে। এখলাস উঠ গেলে এই মাঠ ধ্বংস হয়ে যেতে পারে। চরমোনাই মাহফিলে লোক বৃদ্ধি যতটা না জরুরী তারচেয়ে অধিক জরুরী চরমোনাই মাহফিলে এসে মানুষের আল্লাহ্ ওয়ালা হওয়া। আমরা চরমোনাই মাহফিল জনসমাবেশ ঘটাতে নয় আল্লাহ ভোলা মানুষকে সঠিক দ্বীনের পথে পরিপূর্ণভাবে চালানোর জন্য কাজ করছি। আমরা চাই চরমোনাই মাহফিলের মাধ্যমে আল্লাহ ওয়ালা মানুষ বৃদ্ধি পাক।
আগামীকাল ১৮ ফেব্রুয়ারী’২৩ শনিবার সকাল ৮.৩০টায় হযরত পীর সাহেব চরমোনাই’র আখেরি বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী বিশাল এ মাহফিলের কার্যক্রম সমাপ্ত হবে।