রাজধানীতে ১০০ রিকশাচালকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন মো. নূর আলম মিয়া নামে এক ব্যবসায়ী। তিনি এন জে এন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য।
আজ শুক্রবার দুপুরে রামপুরা বাজার ও রামপুরা ব্রিজ এলাকায় প্রতিটি রিকশাচালককে চাল, আলু, ডাল, সয়াবিন তেল ও হাত ধোয়ার সাবান তুলে দিয়েছেন তিনি। করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে সরকার ঘোষিত টানা ১০ দিনের সাধারণ ছুটিতে দিনমজুর শ্রেণির আয় কমে যাওয়ায় ব্যক্তিগত উদ্যোগে দুঃস্থদের পাশে দাড়িয়েছেন এন জে এন ইন্টারন্যাশনাল লিমিটেডের এই ব্যবস্থাপনা পরিচালক।
তিনি বলেন, আমি মনে করি এই দুর্যোগের সময়ে প্রতিটি সামর্থ্যবানের উচিত সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো। তিনি বলেন, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে নিম্ন আয়ের মানুষদের খাবারের যোগান দিতে হবে। তবেই তাদের ঘরে রাখা সম্ভব। এতে সংক্রামক ব্যাধিটি ছড়াবে কম। এতে বেঁচে যাবে পুরো দেশ, পুরো জাতি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com