রাজধানীর গুলশানে এক কিশোরী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার সকালে গুলশান ২ নম্বরের একটি বাসায় এ ঘটনা ঘটে।
বর্তমানে ওই কিশোরী ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
কিশোরী বাবা অভিযোগ করে বলেন, তার মেয়ে ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো এবং থাকতো। সেখানে পাশের ফ্ল্যাটের আদনান (২৭) নামের একজন তাকে ধর্ষণ করেছে। রবিবার সকালে ছাদে গাছ থেকে তুলশী পাতা আনতে গেলে আদনান একটি বোতল ঝাঁকিয়ে তার গায়ে ছিটিয়ে দেন। কিছুক্ষণের মধ্যে তার মেয়ে অচেতন হয়ে পড়েন। প্রায় দেড় ঘণ্টা পর জ্ঞান ফিরলে সে ধর্ষণের বিষয়টি বুঝতে পারেন। এরপর গৃহকর্তার বাসায় গিয়ে গৃহকর্ত্রীকে বিষয়টি জানালে তারা তাকে বিদায় করে দেন।
পরে মেয়েটি এ ব্যাপারে তার পরিবারকে জানায়। ওইদিন রাত সাড়ে ১২টার দিকে ঢামেক হাসপাতাল নিয়ে আসেন বাবা।
এখানে কর্তব্যরত চিকিৎসক কিশোরীকে গাইনি বিভাগে ভর্তির পরামর্শ দেন। প্রাথমিক চিকিৎসা ও কিছু পরীক্ষার পর তাকে পাঠানো হবে ওসিসিতে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া জানান, ফরেনসিক পরীক্ষার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com