রাজধানীর বংশাল থেকে ‘জুম্মান গ্রুপ’ নামে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটকরা হলো- জুম্মন হোসেন (১৮), নাসির (১৮), ফয়সাল (১৮), মঞ্জু (১৮) ও নাদিম (১৮)।
শনিবার (২৪ আগস্ট) দুপুর ২টার দিকে র্যাব-১০ এর সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃত্বে একটি দল তাদেরকে আটক করে। আটককালে তাদের কাছ থেকে ৫টি চাকু, ২টি সুইস গিয়ার চাকু, ২০টি ব্লেড ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
মেজর মোহাম্মদ আনিসুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, জুম্মান কিশোর গ্যাংয়ের আটক সদস্যরা দীর্ঘদিন ধরে বংশাল, কোতোয়ালি এবং কেরানীগঞ্জ এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। জুম্মান গ্রুপের সদ্স্যরা অন্যান্য কিশোর অপরাধীদের সহায়তায় এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি ও খুনের মতো ভয়ঙ্কর অপরাধে লিপ্ত ছিল। মামলা দায়েরপূর্বক আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com