রাজধানীতে আনসার আল ইসলামের ৪ সদস্য গ্রেফতার

লেখক:
প্রকাশ: ৫ years ago

রাজধানীর দারুস সালাম থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর দারুস সালাম থানাধীন মিরপুর-১ এর প্লট নং-১, দক্ষিণ বিশিল এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‍্যাব-২ এর একটি বিশেষ দ।

গ্রেফতাররা হলেন- অমিত হোসাইন ওরফে আবুল কালাম ওরফে সাগর ওরফে অ্যাকশন ওয়ার (৩৮), আল আমিন ওরফে তারিক (৩২), শিহাব উদ্দিন (২১) ও মানিকুজ্জামান ওরফে মানিক ওরফে রতন ওরফে সাইকেল ম্যান (৩২)।

র‍্যাব-২ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, প্রথমে অমিত হোসাইনকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতেই বাকি তিনজনকে হজরত শাহ আলী (রহ.) জেনারেল হাসপাতাল গলির জিন্না মিয়ার চায়ের দোকানের সামনে রাস্তার ওপর থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা জিজ্ঞাসাবাদে জানান, অমিত হোসাইন ও মানিকুজ্জামান ২০১৯ সালে, আল আমিন ২০১৬ সালে ও শিহাব উদ্দিন ২০১৭ সালে আনসার আল ইসলামে যোগ দেন। শিহাব উদ্দিন জিহাদের জন্য নিজেকে প্রস্তুত করতে অস্ত্র (আশুলি) কেনার পরিকল্পনা করছিলেন। ধারণা করা হচ্ছে, শিহাব আনসার আল ইসলামের একজন আশকারি সদস্য।

অভিযানকালে তাদের মোবাইল তল্লাশি করে এবং তাদের কাছে থেকে পাওয়া উগ্রবাদী বই থেকে জঙ্গিবাদের সাথে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।