রাঙ্গামাটিতে ইয়াবাসহ যুব মহিলা লীগ নেত্রী আটক

লেখক:
প্রকাশ: ২ years ago

রাঙ্গামাটিতে ২০ পিস ইয়াবাসহ অন্তরা সেন নামে এক যুব মহিলা লীগ নেত্রীকে আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যায় রাঙ্গামাটি পৌরসভা এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, পৌরসভা এলাকা থেকে ইয়াবা কেনাবেচার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, ডিবি পুলিশ পৌরসভা থেকে এক নারীকে ইয়াবাসহ আটক করে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি।

 

অন্তরা সেন গত ২০২১ সালের রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ছিলেন। তিনি সদর উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক।

এ প্রসঙ্গে রাঙ্গামাটি জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আকতার বলেন, সে আগে আমাদের সঙ্গে ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে সে আমাদের সঙ্গে নেই। পৌর নির্বাচনের পর থেকে সংগঠনের সঙ্গে তার যোগাযোগ নেই।