রাঙামাটিতে দ্বাদশ সংসদীয় নির্বাচন থেকে সরে এসেছেন অনিবন্ধিত সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সহ-সভাপতি স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার।
শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমে বিষয়টি তিনি নিশ্চিত করেন।
ঊষাতন তালুকদার বলেন, নিবাচনের সুষ্ঠু পরিবেশ না থাকায় এবং সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। নিয়ম অনুযায়ী দুপুরে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছি।
২০০৮ সালে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েছিলেন পিসিজেএসএস নেতা ঊষাতন তালুকদার। এরপর থেকে ২০১৪, ২০১৮ সালের নির্বাচনেও অংশ নিয়েছিলেন। তবে ২০১৪ সালের নির্বাচনে তিনি একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
এই আসনে ঊষাতন তালুকদার সরে দাঁড়ানোর কথা জানালেও নির্বাচনী লড়াইয়ে এখনো মাঠে রয়েছেন জাতীয় পার্টির প্রার্থী হারুন মাতব্বর, সংস্কৃতি মুক্তিজোটের প্রার্থী অমর কুমার দে ও তৃণমূল বিএনপির প্রার্থী শাহ মো. মিজানুর রহমান।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com