মিয়ানমারের সেনাবাহিনী আবারো রাখাইন রাজ্যের ঘরবাড়ি পোড়াচ্ছে। তাই নতুন করে এসব গ্রামে বসবাসকারীরা বাংলাদেশে আসতে শুরু করেছে।মঙ্গলবার জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক বিবৃতিতে জানিয়েছে, রোববার থেকে নতুন করে অন্তত ১৫ হাজার মানুষ বাংলাদেশে এসেছে। এতে সংস্থাটি উদ্বেগ প্রকাশ করে।
সব মিলিয়ে এ পর্যন্ত মোট ৫ লাখ ৮২ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছে বলে অনুমান করছে ইউএনএইচসিআর।বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার(আইওএম) মতে, কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্ত পয়েন্টের নো-ম্যানসল্যান্ডে এই মুহূর্তে অন্তত ২০ হাজার রোহিঙ্গা অবস্থান করছে। রাখাইনে রোহিঙ্গাদের ওপর নতুন করে দমন-পীড়ন বেড়ে যাওয়ায় তারা পালাতে শুরু করেছে।স্থানীয়রা জানান, নতুন করে রোববার থেকে রোহিঙ্গারা আসতে শুরু করেছে। সোমবার আঞ্জুমানপাড়া সীমান্তে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ঢল নামে।
এখন ওই সীমান্তের নো-ম্যানসল্যান্ডে গাদাগাদি করে হাজার হাজার রোহিঙ্গা অবস্থান করছে।এর আগে গত ২৫ আগস্ট রাতে মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশ ফাঁড়ি ও তল্লাশিচৌকিতে সন্ত্রাসী হামলার জেরে সেনা অভিযান শুরু হয়। অভিযানে সেনা সদস্যরা নিরস্ত্র রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতে থাকে। জীবন বাঁচাতে তারা পালিয়ে আসতে থাকে বাংলাদেশে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com