রাখাইনে অভিযানের দায়িত্বে থাকা সেনাপ্রধানকে প্রত্যাহার

লেখক:
প্রকাশ: ৭ years ago

রাখাইন রাজ্যে অভিযানের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ওয়েস্টার্ন কমান্ডের প্রধান মেজর জেনারেল মাউং সোয়েকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার তাকে প্রত্যাহারের ঘোষণা দেয় মিয়ানমারের সেনাবাহিনী।

বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স সোমবার সেনাবাহিনীর গণমাধ্যম বিষয়ক এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

গত বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের মিয়ানমার সফরের পর পরই এ ঘোষণা এলো।

সোয়ের স্থালাভিষিক্ত হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল সোয়ি তিন্ত নেইং, যিনি এত দিন সেনাবাহিনীর লজিস্টিক ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তবে ওয়েস্টার্ন কমান্ডের প্রধানকে প্রত্যাহারের কোনো কারণ দেখানো হয়নি।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মেজর জেনারেল আয়ে লুইন জানান, তাকে ঠিক কী কারণে সরানো হয়েছে তা জানি না। তাকে নতুন কোনো স্থানে এখনও পদায়ন করা হয়নি।

মাউং সোয়ে দায়িত্বে থাকাকালে গত ২৫ আগস্ট থেকে রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর হত্যা, ধর্ষণ, দমন-পীড়ন অভিযান শুরু করেন। যা এখনও অব্যাহত আছে।