রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু

লেখক:
প্রকাশ: ২ years ago

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সশরীরে ক্লাস শুরু ও বাংলা বিভাগ চালু হয়েছে। এতে শিক্ষার্থীরা মিষ্টি বিতরণ করে ও নেচেগেয়ে আনন্দ উল্লাস প্রকাশ করেছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস-১ এ ক্লাস শুরুর আগে শিক্ষার্থীরা আনন্দ-উল্লাস করেন।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড এলাকার শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজে অবস্থিত রবীন্দ্রবিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস-১।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু জাফর ও আফসানা মিমি আইভী বলেন, ‘করোনার কারণে দীর্ঘ ১৯ মাস সশরীরে ক্লাস বন্ধ থাকায় সেশন জটের পাশাপাশি শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে চাপের মধ্যে ছিল। তারা হতাশায় ভুগছিল। সশরীরে ক্লাস শুরু হওয়ায় তারা অত্যন্ত খুশি ও আনন্দিত। এছাড়া বাংলা বিভাগ চালু হওয়ায় শিক্ষার্থীরাও আনন্দ উল্লাস করেছে।’

বাংলা বিভাগের সহকারী প্রক্টর ড. ফখরুল ইসলাম বলেন, ‘করোনার কারণে দীর্ঘ ১৯ মাস বন্ধ থাকার পর সশরীরে ক্লাস শুরু হয়েছে। এতে শিক্ষক ও শিক্ষর্থীরা এ আনন্দ উদযাপন করেছে।’

বাংলা বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেল বলেন, ‘বাংলা বিভাগ চালু হওয়ায় আমরা সবাই খুশি। এছাড়া দীর্ঘদিন বন্ধের পর শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছে এটা খুবই আনন্দের ব্যাপার।’

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শাহ আজম বলেন, ‘প্যান্ডামিক সিচুয়েশন কাটিয়ে সশরীরে ক্লাসে ফেরাটা আনন্দের। আমরা আশা করছি যথা সময়ে সিলেবাস শেষ করে শিক্ষার্থীদের সঠিক সময়ে কোর্স শেষ করতে সক্ষম হবো।’

তিনি আরও বলেন, ‘আমরা অনলাইনে ভার্চুয়ালি ক্লাস নিয়ে শিক্ষার্থীদের সিলেবাস শেষ করেছি। আশা করছি সময়ে পরীক্ষাও শেষ করা সম্ভব হবে।’