সোহেল আহমেদ: চট্টগ্রাম থেকে: উপজেলা নির্বাচন শেষে ফেরার পথে রাঙামাটি জেলার সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের গুলিতে সাতজন নিহত হওয়ার ঘটনায় চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় থেকে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার (সার্বিক) মোঃ মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানিয় সরকার বিভাগের পরিচালক একজন অতিরিক্ত সচিবকে কমিটির সভাপতি ও রাঙামাটি জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে সদস্য সচিব করে গঠিত তদন্ত কমিটির অপর সদস্যরা হলেন চট্টগ্রাম রেন্জের ডিআইজি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, চট্টগ্রাম ফয়েজরেক এর পরিচালক বিজিবি'র সেক্টর কমান্ডার রাঙামাটি প্রতিনিধি, রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা।
তদন্তকারী কমিটির সদস্যবৃন্দ আগামী ১০ কার্যদিবসের মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে নির্মম হত্যাকান্ডের প্রকৃত কারণ উদঘাটন করবেন। একই সাথে নিহত এবং আহত ব্যক্তিদের প্রকৃত ক্ষয়ক্ষতি নিরুপন করে ভবিষ্যতে এরকম সহিংসতা প্রতিরোধে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় সুপারিশমালা প্রনয়ন করবেন।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাঘাইছড়ির রূপকারী ইউনিয়নের দিঘিনালা-মারিশ্যা সড়কের নয় মাইল নামক এলাকায় সন্ত্রাসী কতৃক হত্যাকান্ডের ঘটনা ঘটে। এতে অন্তত সাতজন প্রান হাড়ান।
নিহতরা হলেন, প্রিসাইডিং অফিসার শিজক কলেজের শিক্ষক আব্দুল হান্নান, ভিডিপি সদস্য মো. আল-আমিন, ভিডিপি বিলকিস, জাহানারা, ভিডিপি মিহির কান্তি দত্ত ও কিশালয় প্রাথমিক সরকারি বিদ্যালয়ের শিক্ষক মো. আমির হোসেন। নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। নিহত ও আহতরা সবাই কংলাক, মাচালং ও বাঘাইহাট এলাকায় নির্বাচনের দায়িত্বে ছিলেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com