‘রক্তস্নাত এই বিজয় যেন স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে বাধা না হয়’-গণফোরাম

লেখক:
প্রকাশ: ৪ মাস আগে

কোটা সংস্কার নিয়ে অকল্পনীয় এক বিপ্লব ঘটায় শিক্ষার্থীরা। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও আইন-শৃঙ্খলা বাহিনীর বলপ্রয়োগকে কেন্দ্র করে বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল বৃহস্পতিবার ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে গণফোরাম। রাতে গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের পাঠানো যৌথ বিবৃতিতে এই অভিনন্দন জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। কোনো অশুভ শক্তি বা ষড়যন্ত্র যেন এই রক্তস্নাত বিজয় মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে বাধা সৃষ্টি করতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে। দেশের সৎ ও পরীক্ষিত ব্যক্তিদের নিয়ে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করেন ড. কামাল হোসেন।