প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৫, ১:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০১৭, ১১:২০ অপরাহ্ণ
‘রংপুর সিটি নির্বাচনে ভরাডুবি জেনে বিএনপি অপপ্রচার চালাচ্ছে’-নানক
![](https://bangla.earthtimes24.com/wp-content/uploads/2017/12/জাহাঙ্গীর-কবির-নানক.jpg)
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে নিশ্চিত ভরাডুবি জেনে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে বিএনপি অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে রংপুর সিটি নির্বাচন বিষয়ে বিএনপির বক্তব্যের প্রতিক্রিয়ায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও দলের অন্যতম মুখপাত্র জাহাঙ্গীর কবির নানক এ কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, সকাল থেকে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে রংপুর সিটি করপোরেশনের ভোট গ্রহণ চলেছে। এ পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তিনি বলেন, বিএনপির চিরাচরিত অভ্যাস অনুযায়ী নির্বাচন প্রশ্নবিদ্ধ করার জন্য তারা বিভিন্ন কথা বলছে। অথচ তাদের প্রার্থী সন্তোষ প্রকাশ করেছেন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের জবাবে জাহাঙ্গীর কবির বলেন, রিজভীর বক্তব্য দুর্ভাগ্যজনক। আমার মনে হয়, রংপুরে তারা কোনো প্রতিদ্বন্দ্বিতাতেই থাকবে না। নিশ্চিত ভরাডুবি জেনে বিএনপি অপপ্রচার করে যাচ্ছে।
বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগের বিষয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, আমরা মনিটরিং করছি, গণমাধ্যমে এমন খবর নেই। আল্লাহ জানে, এরা এসব খবর কোথায় পায়!
রংপুরে আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করবেন বলেও আশা প্রকাশ করেন জাহাঙ্গীর কবির নানক।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com