যে কারণে বাদ পড়লেন তাসকিন

লেখক:
প্রকাশ: ৭ years ago

শ্রীলংকায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফির প্রথম দুই ম্যাচে ভারত ও শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ দলে ছিলেন তাসকিন আহমেদ। কিন্তু সিরিজের পঞ্চম ম্যাচে ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে তাকে দলে নেওয়া হয়নি। তাসকিনের দল থেকে বাদ পড়ার কারণ মূলত তার ভালো বোলিং করতে না পারা।

প্রথম ম্যাচে ভারতকে ১৪১ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। এই রানে ভারতকে আটকাতে হলে ভালো বল করতে হতো বাংলাদেশের। মোস্তাফিজ, রুবেল, মেহেদীরা মোটামুটি ভালো বল করলেও তাসকিনের বোলিং আশানুরূপ ছিল না। তিনি ৩ ওভার হাত ঘুরিয়ে ৯.৩৩ রান রেটে ২৮ রান দেন।

এরপরের ম্যাচে ব্যাটসম্যানরা ভালো বল করলে শ্রীলংকাকে আটকানোর আত্মবিশ্বাস দেখিয়েছিলেন তাসকিন। শ্রীলংকার দেওয়া ২১৫ রানের লক্ষ্যে বাংলাদেশ জিতলেও তাসকিন লঙ্কানদের রানের গতি কমাতে পারেননি। এদিনও ৩ ওভার বল করেন তাসকিন। ১৩.৩৩ গড়ে ৪০ রান দিয়ে উইকেট নেন একটি। তাই ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে তাসকিনকে বসিয়ে রেখে দলে নেওয়া হয়েছে বামহাতি পেসার আবু হায়দার রনিকে।