জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বলেছেন, যেহেতু কোটা থাকছে না সেহেতু মেধাবীরা চাকরি পাবে। এক্ষেত্রে লেখাপড়া করে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে।
সোমবার বিকেল ৪টায় পটুয়াখালী শিশু একাডেমি মিলনায়তনে দি-পটুয়াখালী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মেধাবী সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
চিফ হুইপ আ স ম ফিরোজ বলেন, বাবা থাকে দোকান বা গঞ্জে মা থাকে বাসায়। মায়েরা বাসায় বসে স্টার জলসা, জি বাংলা, সনি আট দেখে। আর সন্তানের লেখাপড়া বাদ দিয়ে ঘুরে বেড়ায়। তাই ছেলে-মেয়েদের রেজাল্ট খারাপ হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান মো. খলিলুর রহমান মোহন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নুরুল হাফিজ ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আলমগীর প্রমুখ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com