গতকাল গ্যালারিতে বসে বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার বিদায় দেখেছেন মেসির স্ত্রী, ছেলে ও মা
মুখে হাত দিয়ে অবাক হয়ে মাঠের দিকে তাকিয়ে আছেন মেসির মা সেলিয়া কুচিত্তিনি। পাশে বসে থাকা স্ত্রী আন্তোনেল্লার যেন এখনো বিশ্বাস হচ্ছে না, কী হয়েছে! আর দুজনের মাঝে বসা বাচ্চা ছেলে থিয়াগো মেসির চোখেও বিস্ময়। এতটুকু বয়সে হার-জিত বোঝার কথা নয় থিয়াগোর। কিন্তু বাবার খবর ভালো নয়, ছেলেটা বুঝে গেছে। এক ফ্রেমেই ফুটে উঠেছে লিওনেল মেসির পরিবারের অসহায়ত্বের গল্প। দেখে মনে হচ্ছে, তাঁরা যেন শেষকৃত্যে এসেছেন!
আসলে শেষকৃত্যই তো! কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে ৩-৪ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া আর্জেন্টিনার জন্য ‘মৃত্যু’ হওয়ার মতোই তো খবর। যে দলটি ৩২ বছরের শিরোপাখরা মেটাতে লিওনেল মেসির নেতৃত্বে পা রেখেছিল রাশিয়ায়, তারা কিনা ছিটকে পড়ল শেষ ষোলো থেকেই। আর কাজান অ্যারেনায় হলো তারই শেষকৃত্য।
তিন ছেলে ও শাশুড়িকে সঙ্গে করে খুব আশা নিয়ে শুক্রবার রাশিয়ায় পা রেখেছিলেন মেসির স্ত্রী আন্তোনেল্লা। গতকালই প্রথম মাঠে বসে খেলা দেখেছে মেসির পরিবার। কী দুর্ভাগ্য, মাঠে আসাটা সার্থক হলো না তাঁদের। গ্যালারিতে বসে আন্তোনেল্লা দেখলেন স্বামীর অসহায়ত্ব, মা দেখলেন ছেলের হাপিত্যেশ। তাঁদের হয়তো বিশ্বাস ছিল, মেসি জ্বলে উঠবেন আর জয় নিয়ে মাঠ ছাড়বে আর্জেন্টিনা। কিন্তু কোনোটাই হলো না! কাল আর্জেন্টিনার বিদায়ের পর শোকস্তব্ধ মেসি-পরিবারের ছবিটাও বিদ্ধ করল যেন!