যুব সমাজ দেশ ও সমাজ পরির্বতন করতে পারে-জেলা প্রশাসক

লেখক:
প্রকাশ: ৭ years ago

বরিশালের জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান বলেছেন যুব সমাজ দেশ ও সমাজ পরির্বতন করতে পারে। তিনি আজ ৮মে মঙ্গলবার বরিশালের বাবুগঞ্জে বিআরডিবি পরিচালিত পিআরডিবি-৩ এর লিং মডেল এর বাস্তবায়নে রাজগুরু নিউসান সাংস্কৃতি ও পাঠাগারের নবনির্মিত ভবন উদ্ধোধনী পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।পাঠাগারের সভাপতি আল-মামুনের সভাপতিত্বে ও সাধারন সস্পাদক নজরুল ইসলাম সোহাগের পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক আরো বলেন যুব সমাজ সস্মলিত ভাবে কাজ করলে মাদক ও বাল্য বিবাহ সমাজ থেকে প্রতিরোধ করা সম্ভব।

এ সময় উপস্থিত মুরব্বিদের উদ্দেশ্যে বলেছেন আপনার সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে চাইলে প্রাইভেট পড়া বন্ধ করুন।তিনি বর্তমান সরকারের সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যাক্ত করে বলেন সরকার গ্রামীন উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।তারই ধারাবাহিকতায় সরকার বিনামূল্যে বই বিতরন বয়স্কভাতা,বিধবা ভাতা প্রতিবন্ধীভাতাসহ ৮৬টি ভাতা দিয়ে আসছেন।পাঠাগারের সদস্যসহ শিশুরা অবসর সময় যাতে পাঠাগারে এসে বিভিন্ন বই ও সাংস্কৃতিক মূলক কার্যক্রেমে তিনি সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বিবি খাদিজা,বরিশালের বিআরডিবির উপ-পরিচালক মোঃ জহিরুল হক মৃধা,ভারপ্রাপ্ত আরডিও মোঃ আব্দুল সালাম,এআরডিও মোঃ নজরুল ইসলাম,ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদ,উপজেলা ইউডিও শরীফ আব্দুল আহাদ, পাঠাগারের উপদেষ্ঠা মোস্তফা নলি, প্রমূখ।