যুবকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চরমোনাই পীরের

:
: ২ years ago

দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে আদর্শবান যুবকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

শনিবার (৫ ফেব্রুয়ারি) ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, সারাদেশে রাজনৈতিক সংকট প্রকট হয়ে উঠেছে। চলমান রাজনৈতিক বাস্তবতায় আদর্শবান যুবকদের ঐক্যবদ্ধ আন্দোলন সময়ের দাবি। যুবকরা জাতির শক্তি। যদি তারা আদর্শবান হয়, তাহলে গোটা জাতি এর সুফল ভোগ করতে পারে। এজন্য চলমান দাওয়াতী মাসে দেশব্যাপী ব্যাপক উৎসাহে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে।

চরমোনাই পীর আরও বলেন, যুবকদের বিপুল শক্তি ও উদ্দীপনা থাকে। এটাকে ইসলামের পক্ষে কাজে লাগাতে হলে ইসলামী যুব আন্দোলনকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা যুব আন্দোলনের কাছে অনেক প্রত্যাশা রাখি। তোমাদেরকে তা পূরণ করতে ধৈর্য্য, কর্ম উদ্দীপনা ও মুরব্বিদের নির্দেশনা মেনে অগ্রসর হতে হবে।

ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নছার উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এসময় ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কর্মপরিষদে নতুন চারজন নেতাকে শপথবাক্য পাঠ করানো হয়।