যুদ্ধ বাধাতে চাইলে ইরান দাঁতভাঙা জবাব দেবে: রাইসি

:
: ৫ মাস আগে

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, শত্রুরা এখন ইরানের বিরুদ্ধে কোনোরকম পদক্ষেপ নেওয়ার শক্তি রাখে না। ইরান কখনোই আগবাড়িয়ে যুদ্ধ শুরু করবে না। তবে কেউ যদি যুদ্ধ বাধাতে চায় তাহলে ইরান দাঁতভাঙা জবাব দেবে। শুক্রবার টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেছেন।

 

গত শনিবার ইরান-সমর্থিত একটি গোষ্ঠী জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলায় তিন সেনা নিহত হয়। এ ঘটনার পর ওয়াশিংটন কীভাবে প্রতিশোধ নিতে পারে তা নিয়ে চলতি সপ্তাহে জল্পনা শুরু হয়।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার রয়টার্স জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক এবং সিরিয়ায় একাধিক লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা অনুমোদন করেছে।

 

শুক্রবার ইরানি প্রেসিডেন্ট বলেছেন, ‘আমরা কোন যুদ্ধ শুরু করব না, তবে কেউ যদি আমাদেরকে হুমকি দিতে চায় তবে তারা কঠোর প্রতিক্রিয়া পাবে।’

তিনি বলেন, ‘আগে, যখন তারা (আমেরিকানরা) আমাদের সাথে কথা বলতে চেয়েছিল, তারা জানিয়েছিলে, সামরিক পদক্ষেপের বিকল্প টেবিলে রয়েছে। এখন তারা বলছে ইরানের সাথে তাদের সংঘাতের কোন ইচ্ছা নেই।’