রাশিয়ার আক্রমণে ইউক্রেন এখন টালমাটাল। সময়ের সঙ্গে বাড়ছে ভয়াবহতা। ইউক্রেনিয়ান পরিচালক ডর গাই। বর্তমানে ভারতে অবস্থান করছেন। ‘গেহরাইয়া’ সিনেমার ঘনিষ্ঠ দৃশ্য বিশেষজ্ঞ পরিচালক (ইন্টিমেসি ডিরেক্টর) হিসেবে কাজ করেছেন তিনি। এটি পরিচালনা করেন শকুন বাত্রা।
ডর গাই তার স্বামীর সঙ্গে মুম্বাইয়ে থাকলেও পরিবার ফিরে গিয়েছেন ইউক্রেনে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য বিগত কয়েক সপ্তাহ জরুরি অবস্থা ইউক্রেনে। এই যুদ্ধ পরিস্থিতিতে তার পরিবারের বেশ কয়েকজন সদস্য দেশটির বিভিন্ন স্থানে লুকিয়ে রয়েছেন বলে জানান ডর।
ইউক্রেনের রাজধানী কিয়েভে ডরের বাড়ি। ছোটবেলা থেকে সেখানে বড় হয়েছেন তিনি। প্রায় ২২ বছর সেখানে ছিলেন এই পরিচালক। পরিবার ছাড়াও সেখানে ডরের বেশ কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু রয়েছেন। তাদের নিরাপত্তা নিয়েও চিন্তিত এই পরিচালক।
টাইমস অব ইন্ডিয়াকে ডর গাই বলেন—‘আমার বাবা-মা বেশ কয়েকদিন ধরে কিয়েভ ছেড়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পারছিলেন না। কারণ ওখানে খুব যানজটের সৃষ্টি হয়েছিল। অনেক লোক নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছিলেন; পরে আমাদের গ্রামে গিয়ে পৌঁছান তারা। যা কিয়েভ থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে।’
ডর গাইয়ের দাদির বয়স ৭৮ বছর। কিন্তু তিনি ভিটেমাটি ছেড়ে যেতে রাজি ছিলেন না। বরং লড়াই করতে চান। ডর বলেন—‘আমার দাদির বয়স ৭৮, ভিটেমাটি ছাড়তে রাজি হননি তিনি। তার পরিবর্তে বলেন, চলে গেলে এখানে লড়াই কে করব? আমি লড়াই করব। আমি যেতে চাই না। তিনি এখন আমার সৎ বাবার সঙ্গে সেখানে আছেন।’
‘আমার মা-ভাই নারী ও শিশুদের সীমান্তের ওপারে পাঠাতে গিয়েছেন। আমার দাদির সঙ্গে থাকবেন বলে তারাও ফিরছেন। আমাদের গ্রামের সঙ্গে অন্য রাস্তার সংযোগকারী ব্রিজটিতে বোমা হামলা করা হয়েছিল, তাই তারা গ্রামে প্রবেশ করতে পারেননি। তারা ইউক্রেনের মাঝখানে কোথাও আটকে আছে, কিয়েভে ফিরে যাওয়ার কোনো নিরাপদ উপায় আছে কিনা তা খুঁজে বের করার চেষ্টা করছেন।’ বলেন ডর।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com