যুদ্ধে জড়াবে না বেলারুশ: লুকাশেঙ্কো

:
: ২ years ago

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়াকে সহায়তার জন্য তার দেশ কোনো সেনা পাঠাবে না।

মঙ্গলবার (১ মার্চ) রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে দেওয়া এক ভাষণে একথা জানান তিনি।

এর আগে সোমবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের উদ্ধৃতি করে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছিল বেলারুশ রাশিয়াকে সহায়তায় ইউক্রেনে প্যারাট্রুপারস সদস্যদের মোতোয়েন করবে।

 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ট মিত্র হিসেবে পরিচিত লুকাশেঙ্কো বলেন, ‘বেলারুশ সেনাবাহিনী কোনো সামরিক অভিযানে অংশ নেবেনা। আমরা এ বিষয়টি যে কাউকে প্রমাণ করতে পারবো। এর চাইতে বড় কথা রাশিয়ার নেতৃত্ব আমাদের কখনোই অভিযানে অংশ নেওয়ার জন্য অনুরোধ করেনি। আমরা ভবিষ্যতেও ইউক্রেন অভিযানে অংশ নিতে চাই না। করণ এর কোনো প্রয়োজন নেই।’

সূত্র: বিবিসি