ঢালিউডের আলোচিত জুটি শাকিব খান ও শবনম বুবলী আবারও এক ফ্রেমে! নিউ ইয়র্ক শহরের আলো-ছায়ায় তাদের একসঙ্গে দেখা গেছে। যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তারা, সঙ্গে আছেন ছোট ছেলে শেহজাদ খান বীর।
সম্প্রতি বুবলীর শেয়ার করা কিছু ছবিতে ধরা পড়েছে পারিবারিক উষ্ণতা আর দুজনের হালকা রোমান্সের ছোঁয়া— যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সম্প্রতি বুবলী নিজেই নিউ ইয়র্ক থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেন। ছবিগুলো দেখে স্পষ্ট—ছেলেকে নিয়ে বেশ সুন্দর সময় কাটাচ্ছেন শাকিব-বুবলী। কয়েকটি ছবিতে তাদের রোমান্টিক আবহ ধরা পড়েছে।
শাকিবের এমন পারিবারিক সফর অবশ্য নতুন নয়। দুই বছর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি। নিউ ইয়র্ক, নায়াগ্রাসহ কয়েকটি শহরে ঘুরে বেড়ান তারা। সেই ভ্রমণ শেষে শাকিব বলেছিলেন, “আমি চাই, আব্রাহামের মনে থাকুক সুন্দর কিছু স্মৃতি।”
সেই কথাই যেন এবার বাস্তবে রূপ নিচ্ছে ছোট ছেলে বীরের বেলায়। জানা গেছে, চলতি মাসের মধ্যেই তিনি ঢাকায় ফিরবেন।