যুক্তরাষ্ট্রে করোনায় প্রতি ৩৩ সেকেন্ডে এক জনের মৃত্যু

:
: ৪ years ago

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে করোনায় প্রতি ৩৩ সেকেন্ডে এক জনের  মৃত্যু হয়েছিল। মাত্র সাত দিনে দেশটিতে ১৮ হাজার মানুষের মৃত্যু হয়। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স করোনার তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে।

করোনার বিস্তার রোধে মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা বড়দিনের ছুটিতে ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছেন। তবে সেই অনুরোধ উপেক্ষা করে শুক্র, শনি ও রোববার বিমানবন্দরগুলো দিয়ে বিভিন্ন রাজ্যে ৩২ লাখ মানুষ যাতায়াত করেছে।

 

স্বাস্থ্য কর্মকর্তাদের আশঙ্কা, ছুটির দিনগুলোতে জমায়েতের কারণে সংক্রমণের মাত্রা বাড়বে এবং হাসপাতালগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত রোগী চলে আসবে। অবশ্য থ্যাংকসগিভিং উৎসবের পর ইতোমধ্যে কয়েকটি রাজ্যে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি টেনিসি, ক্যালিফোর্নিয়া ও রোহডি আইল্যান্ডে। মৃত্যুর হার সবচেয়ে বেশি আইওয়া, সাউথ ডাকোটা ও রোহডি আইল্যান্ডে।