সম্প্রতি রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আর এই বিলে স্বাক্ষরও করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বলেছেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর নতুন করে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা পুরো দস্তুর বাণিজ্য যুদ্ধের শামিল।
অপরদিকে, ইরানের আইনগত ও আন্তর্জাতিক বিষয়ে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বুধবার বলেছেন ইরানের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি ধ্বংসের চেষ্টা।
আব্বাস আরাঘচি বলেন, পারমাণবিক চুক্তি থেকে তেহরানের সফলতা হ্রাস করা এবং পারমাণবিক চুক্তির সফল বাস্তবায়নকে ক্ষতিগ্রস্ত করতেই ইরানের ওপর এমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তবে ওই বিলের বিপক্ষে ছিলেন ট্রাম্প। তার আপত্তি থাকার পরেও কংগ্রেসে বিলটি পাস হয়েছে। এ বিষয়ে রুশ প্রধানমন্ত্রী মেদভেদেভ বলেছেন, নতুন এই বিলের মাধ্যমে যুক্তরাষ্ট্র আসলে পুরোদস্তুর বাণিজ্যকেন্দ্রিক যুদ্ধ ঘোষণা করল।
তিনি আরো বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প নিজের ইচ্ছার বিরুদ্ধেই এই বিলে স্বাক্ষর করেছেন। তার মানে এটা স্পষ্টই বোঝা যায় যে মার্কিন প্রেসিডেন্টের গুরুত্ব আসলে কতটা। তার মতে, এই বিল পাস করে কংগ্রেস প্রেসিডেন্ট ট্রাম্পকে অপমান করেছে।
গত সপ্তাহে প্রায় সর্বসম্মতভাবে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিল পাশ করেছিল কংগ্রেস। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ভূমিকা এবং ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগের প্রেক্ষিতে রাশিয়ার ওপর এই নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
গত মাসেই জার্মানিতে জি-৭ সম্মেলনে বৈঠক করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দু’জনের মধ্যে একটি গোপন বৈঠকও হয়েছে।
তাদের ওই বৈঠকের পর দুই দেশই তাদের সম্পর্ক উন্নয়নে আশাবাদ ব্যক্ত করেছিলেন। কিন্তু এই নিষেধাজ্ঞা বিল
সাক্ষরের পর আবারও নতুন করে দু’দেশের মধ্যে শীতল যুদ্ধ শুরু হলো।