ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রতি ফের কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। মঙ্গলবার দেশটির প্রধান ধর্মী নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শীর্ষ উপদেষ্টা আলি আকবর বেলায়েতি বলেছেন, ট্রাম্প যদি ইরানের রেভ্যুলুশনারি গার্ডকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভূক্তির নিদের্শ দেন তাহলে ওয়াশিংটনের বিরুদ্ধে সবধরণের ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করবে তেহরান।
কয়েকদিনের মধ্যে নিজের ইরান সংক্রান্ত নীতি ঘোষণা করতে যাচ্ছেন ট্রাম্প। সম্ভাব্য ওই ঘোষণায় যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যেতে পারে। এ ঘোষণা দিলে পরবর্তী ৯০ দিনের মধ্যে এ সমঝোতায় থাকা না থাকার ব্যাপারে সিদ্ধান্ত নেবে মার্কিন কংগ্রেস। ওই ঘোষণায় ট্রাম্প আইআরজিসি’কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার কথাও বলবে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম।
আলি আকবর বেলায়েতি বলেছেন, ‘মার্কিনিদের রেভ্যুলুশনারি গার্ডের ক্ষতি করার ক্ষমতা একেবারেই কম। ’ তিনি বলেন, ‘ আমাদের সবধরণের বিষয় বিবেচনায় রয়েছে। তারা যাই করুক, আমরা পাল্টা ব্যবস্থা নেব। ’
এর আগে রোববার আইআরজিসি'র কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, আমেরিকা যদি তার বাহিনীকে 'সন্ত্রাসী' আখ্যা দেয় তাহলে ইসলামিক স্টেটের সঙ্গে ইরান যে আচরণ করেছে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের সঙ্গেও সেই একই আচরণ করবে আইআরজিসি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com