যুক্তরাজ্যে আঘাত হানতে যাচ্ছে ফ্রাঙ্কলিন

লেখক:
প্রকাশ: ২ years ago

যুক্তরাজ্যে গত কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঝড় ইউনিস-এর আঘাতের পর আবারো আঘাত হানতে যাচ্ছে ঝড় ফ্র্যাংকলিন।

ইউনিস-এর প্রভাবে কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্থানে ট্রেন ও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। বন্ধ করে দেওয়া হয় বেশ কিছু স্কুল। লন্ডনের প্রধান বিমানবন্দর হিথ্রোর প্রায় একশো ফ্লাইট বাতিল করা হয়েছিল। এর তাণ্ডবে প্রায় ৫০০ মিলিয়ন পাউন্ডের ক্ষতি হয়েছে।

ইউনিসের আঘাতে আয়ারল্যান্ডে ৬০ হাজার বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। বাতাসের গতি ঘণ্টায় ১২০ মাইলের ওপরে রেকর্ড হয়েছিল।

ইউনিসের সময় আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের কোথাও কোথাও তুষারপাতের ঘটনা ঘটেছে। তবে ফ্র্যাংকলিন ঝড়ের সময় তুষার পাত না ঘটার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এই সময় বাতাসের তীব্রতাও কম থাকবে।

এদিকে বিশেষজ্ঞরা এত কম সময়ের ব্যবধানে তিনটি শক্তিশালী ঝড় আঘাত হানার জন্য আবহাওয়ার পরিবর্তনকে দায়ী করছেন।