বরিস জনসনের পর কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন পেনি মর্ডান্ট। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক (৪২)। মঙ্গলবার (২৪ অক্টোবর) তিনি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। খবর বিবিসি
এর আগে, যুক্তরাজ্যের অর্থমন্ত্রী ছিলেন ঋষি সুনাক। ২০১৫ সালে রিচমন্ডের (ইয়র্কস) এমপি নির্বাচিত হন তিনি। এরপর খুব অল্প সময়ের মধ্যে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাফল্য পান তিনি। আর এখন যুক্তরাজ্যের সর্বোচ্চ পদে আসীন হতে চলেছেন ঋষি।
সোমবার (২৪ অক্টোবর) সাবেক ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মর্ডান্ট প্রধানমন্ত্রী পদে প্রার্থিতা প্রত্যাহার করার ঘোষণা দেন। টুইটার ঋষি সুনাকের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, ঋষির প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। নেতৃত্বের প্রতিযোগিতা সীমিত সময়ের জন্য। আমার পক্ষে যারা প্রচারণা চালিয়েছেন, তাদের জন্য আমি গর্বিত এবং যারা আমার প্রতি সমর্থন জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ।
এই প্রথম ব্রিটেনে একজন ব্রিটিশ এশিয়ান রাজনীতিক প্রধানমন্ত্রী হতে চলেছেন। কনজারভেটিভ পার্টির নেতৃত্ব নির্বাচনকারী এমপি কমিটির প্রধান স্যার গ্রেম ব্রেডি নিশ্চিত করেছেন যে, ঋষি সুনাকই হবেন দলের পরবর্তী নেতা এবং দেশের প্রধানমন্ত্রী।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com