যশোর শহরতলির পাগলাদহে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়।সোমবার রাতে এ অভিযান চালানো হয়। এ ঘটনায় বাড়ির মালিক মোজাফফরকে আটক করেছে পুলিশ।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা এসব তথ্য নিশ্চিত করেছেন।এ কে এম আজমল হুদা জানান, ৪০ বছর বয়সী মোজাফফর যশোরের এমএম কলেজের ছাত্রাবাস মসজিদের ইমাম এবং একজন হোমিও চিকিৎসক।এর আগে সন্ধ্যা থেকে পুলিশ সুপার আনিসুর রহমানের নেতৃত্বে শতাধিক পুলিশ সদস্য বাড়িটির চারপাশে অবস্থান নেন। পরে রাত ৯ টার দিকে অভিযান চালানো হয়।
পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, বিরামপুর-পাগলাদহ গ্রামের সংযোগ সৃষ্টিকারী সেতুর কাছাকাছি বাড়িটি অবস্থিত। সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ সদস্যরা অবস্থান নেন।এরপরে বাড়ির মালিক মোজাফফরকে জঙ্গি সন্দেহে আটক করা হয়। এর আগে জঙ্গি আস্তানা সন্দেহে ৯ অক্টোবর রাত দুইটা থেকে পুলিশ যশোর শহরের ঘোপ নওয়াপাড়া সড়কের একটি বাড়ি ঘিরে রাখে। ওই বাড়ি থেকে সন্তানসহ খাদিজা নামের এক নারী আত্মসমর্পণ করেন। খাদিজা রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় জড়িত এবং পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত নুরুল ইসলাম মারজানের বোন এবং নব্য জেএমবির দক্ষিণাঞ্চলপ্রধান হাদিছুর রহমান ওরফে সাগর ওরফে মশিউর রহমানের স্ত্রী।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com