আগামী শুক্রবার (২৭ অক্টোবর) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আরিফুল ইসলাম আরিফ পরিচালিত ‘যন্ত্রণা’ সিনেমা। এ সিনেমার মাধ্যমে আদর আজাদের বিপরীতে বড়পর্দায় অভিষেক হচ্ছে নবাগত চিত্রনায়িকা সায়মা স্মৃতির।
সিনেমাটির মুক্তি উপলক্ষে রোববার রাজধানীর মগবাজারের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সিনেমার শিল্পী, কলাকুশলীদের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সভাপতি কাজী হায়াৎ, বর্ষীয়ান নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু, মুশফিকুর রহমান গুলজার, ডিরেক্টরস গিল্ডের সভাপতি অনন্ত হিরা, ডিরেক্টরস গিল্ডের সেক্রেটারী কামরুজ্জামান সাগর প্রমুখ।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে নবাগত চিত্রনায়িকা সায়মা স্মৃতির হাত ধরে উচ্চস্বরে কাজী হায়াৎ বলেন, ‘বিগ হ্যান্ড’। তখন পাশে দাঁড়িয়ে হাততালি দেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। এ সময় কাজী হায়াতের পা ছুঁয়ে সালাম দিয়ে দোয়া নেন সায়মা স্মৃতি।
নবাগত চিত্রনায়িকা সায়মা স্মৃতি বলেন, প্রথম সিনেমায় আমি আমার পরিচালক ও সহশিল্পীদের থেকে অনেক সাপোর্ট পেয়েছি। তারা আমাকে এই সাপোর্ট না দিলে হয়তো ভালোভাবে কাজ করতে পারতাম না। সবার চেষ্টায় সুন্দর একটি সিনেমা হয়েছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।
আদর আজাদ বলেন, ভালো গল্পের একটি ছবি। আশা করছি এটি মুক্তি পেলে সবার ভালো লাগবে। পরিচালক আরিফুল ইসলাম আরিফ বলেন, ভালোবাসার গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। গল্পে নতুনত্ব আছে। বর্তমান সময়কে মাথায় রেখেই সিনেমাটি নির্মিত হয়েছে।
স্মার্ট মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে ‘যন্ত্রণা’। সায়মা স্মৃতি ও আদর আজাদ ছাড়াও সিনেমাটিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন মানসী প্রকৃতি। বিভিন্ন চরিত্রে আরও আছেন শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার, অতিথি শিল্পী তনামি হক প্রমুখ।