জামালপুর সদরের হিজড়াপল্লীতে কোরবানির জন্য গরু উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে সোমবার তাদের কাছে গরু হস্তান্তর করেন স্থানীয় জেলা প্রশাসক।
সোমবার সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মোবাইলে একটি এসএমএস পান বলে জানান তার উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।
এসএমএস দাতা নিজের নাম ময়ূরী উল্লেখ করে এতে লিখেন, ‘আমি হিজড়া সম্প্রদায়ের একজন। ঈদে কোরবানি দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি গরু চাই।’
এসএমএস দেখার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একান্ত সচিব এম তোফাজ্জল হোসেন মিয়াকে নির্দেশ দেন ময়ূরীর ফোন নম্বরে যোগাযোগ করে তাদের জন্য একটি কোরবানির গরু ব্যবস্থা করতে।
একান্ত সচিব ওই নম্বরে ফোন করে জানতে পারেন ময়ূরী জামালপুর সদরে হিজড়াপল্লীতে থাকেন। সেখানে ৮৭ জন হিজড়া বসবাস করেন। একান্ত সচিব তাৎক্ষণিক জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবিরকে প্রধানমন্ত্রীর নির্দেশ পৌঁছে দেন।
পরে জেলা প্রশাসক দুপুরে হিজড়া সম্প্রদায়ের কাছে একটি এক লাখ টাকার গরু এবং আনুষাঙ্গিক খরচের টাকা হস্তান্তর করেন। এতে খুশিতে ফেটে পড়েন হিজড়া সম্প্রদায়ের সবাই।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com