ময়মনসিংহ শহরের গোয়েন্দা পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' কালা চান (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন, যার বিরুদ্ধে আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার ভোরে শহরের কৃষ্টপুর আলিয়া মাদ্রাসা এলাকায় 'বন্দুকযুদ্ধের' এ ঘটনা ঘটে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যার দিকে নগরীর র্যালির মোড় থেকে কালা চানকে গ্রেপ্তার করা হয়। সে সময় তার কাছে ইয়াবা ও ছুরি পাওয়া যায়।
তিনি জানান, পরে কালা চানকে নিয়ে মাদক সম্রাট সিরাজকে ধরার জন্য আলিয়া মাদ্রাসা এলাকায় অভিযানে যায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় সেখানে অবস্থানরত সিরাজ বাহিনীর লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের এই গোলাগুলির মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়ে কালা চানের মৃত্যু হয়।
এ ঘটনায় পুলিশের এক সদস্য আহত হয়েছে জানিয়ে ওসি আশিকুর বলেন, হত্যা, ছিনতাই, চুরি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগে কালা চানের বিরুদ্ধে অন্তত আটটি মামলা রয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com