ম্যারাডোনা এক অতুলনীয় জাদুকর : রোনালদো

লেখক:
প্রকাশ: ৪ years ago

সবাইকে কাঁদিয়ে ৬০ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় দিয়েগো ম্যারাডোনা। তার মৃত্যুতে শোক জানাচ্ছেন ফুটবল বিশ্বের রথী-মহারথীরা, অকপটে স্বীকার করে নিচ্ছেন ম্যারাডোনার বিশেষত্ব।

বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যারাডোনাকে আখ্যায়িত করেছেন অতুলীয়ন এক জাদুকর হিসেবে। ইনস্টাগ্রামে ম্যারাডোনার সঙ্গে একটি ছবি আপলোড করে রোনালদো লিখেছেন, ‘আজ আমি আমার এক বন্ধুকে বিদায় জানালাম এবং বিশ্ব চিরবিদায় জানাল চিরন্তন এক প্রতিভাকে।’

তিনি আরও যোগ করেন, ‘(ম্যারাডোনা) সর্বকালের অন্যতম সেরা, অতুলনীয় এক জাদুকর। তিনি খুব দ্রুত চলে গেলেন। তবে রেখে গেছেন একটা অনন্ত ধারা, যেখানে তার শূন্যস্থান কোনোদিন পূরণ হবে না। আপনি চিরস্মরণীয় হয়ে থাকবে। শান্তিতে থাকুন ম্যারাডোনা।’

তবে ম্যারাডোনার মৃত্যুকেই তার চিরবিদায় হিসেবে মানতে রাজি নন আর্জেন্টিনার বর্তমান অধিনায়ক লিওনেল মেসি। বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বিশ্বাস করেন, ম্যারাডোনা চিরঅমর হয়ে থাকবেন ফুটবল ইতিহাসে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসি লিখেছেন, ‘সকল আর্জেন্টাইন ও সারাবিশ্বের সবার জন্য কষ্টের একটি দিন। তিনি আমাদের ছেড়ে গেছেন কিন্তু চলে যাননি। দিয়েগো অমর। আমি তার সঙ্গে কাটানো সকল সুন্দর মুহূর্ত নিজের কাছে রেখে দিয়েছি। তার পরিবার ও কাছের বন্ধুদের জন্য আমার সহমর্মিতা। শান্তিতে থাকুন ম্যারাডোনা।’

সর্বকালের সেরা ফুটবলারের দৌড়ে ম্যারাডোনার চিরপ্রতিদ্বন্দী যিনি, সেই ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে যেন যথাযথ ভাষা খুঁজে পাচ্ছেন না এ খবরের প্রতিক্রিয়া জানানোর।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সংক্ষিপ্ত এক বার্তায় তিনি লিখেছেন, ‘কী দুঃখের একটা খবর! আমি সত্যিকারের একটা বন্ধু হারালাম, বিশ্ব হারাল এক কিংবদন্তিকে। তার ব্যাপারে বলার শেষ নেই। তবে এখন শুধু বলব, ঈশ্বর তার পরিবারকে শক্তি। আশা করি, একদিন আমরা ওপরে একসঙ্গে ফুটবল খেলব।’

এর আগে বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে ১১টার দিকে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে ম্যারাডোনার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

সংস্থাটির প্রধান ক্লাওদিও তাপিয়া শোকবার্তায় বলেন, ‘আমাদের কিংবদন্তির মৃত্যুতে আমরা গভীর শোকাহত। দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। সবসময় তুমি আমাদের হৃদয়ে থাকবে।’