দুই দিনের হুন্ডাই ফেয়ার টেকনোলজি প্রেজেনস ‘দ্য ম্যাজেস্টিক অ্যাফেয়ার লাইফস্টাইল অ্যান্ড ব্রাইডাল ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ডস’, অর্গানাইজড বাই উইমেন লিডারশিপ করপোরেশন অনুষ্ঠিত হয়েছে। অ্যাসোসিয়েট পার্টনার পিউরিটি দ্য হিজাব স্টোর এবং লাক্স বাংলাদেশ। সাথে আছে স্যামসাং, সিক্রেট রেসিপি, অলিটালিয়া, ফেয়ার গ্রুপ।
২৩ ও ২৪ ডিসেম্বর শেরাটন ঢাকা বনানীতে আয়োজন করা হয় লাইফস্টাইল অ্যাওয়ার্ড, অর্গানাইজড বাই উইমেন লিডারশিপ করপোরেশন মারিয়া মৃত্তিক, পিউরিটি দ্য হিজাব স্টোর বাই নুসরাত চৌধুরী এবং লাক্স বাংলাদেশ বাই পার্সা ফাতিমা নাবিল। যেখানে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য পাওয়া প্রতিষ্ঠিত ব্যবসায়িক মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে পুরস্কার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। আয়োজনে যেমন ছিলো নুসরাত ফারিয়া, সাফা কবির, আফরান নিশো এবং ইমরানের নাচ-গান, তেমনি ছিলো বিশেষ এক ফ্যাশন শো। ফ্যাশন শোর কােরিওগ্রাফি করেছেন আসাদ জামান। দুই দিনের এই আয়োজনে বসেছে ৭৫টি স্টল।
২৩ ডিসেম্বর বিকেল ৪টায় দুই দিনের এই অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তাসহ অনুষ্ঠান আয়োজক কমিটির প্রেসিডেন্ট মারিয়া মৃত্তিক, পিউরিটি দ্য হিজাব স্টোরের সিইও নুসরাত চৌধুরী এবং লাক্স বাংলাদেশের সিইও পার্সা ফাতিমা নাবিল।
অনুষ্ঠানে গোল্ড স্পন্সর: এসএমসি এন্টারপ্রাইজ/জয়া, বিএসএল স্টিল মিল, সিক্রেট বিউটি, ফিট এলিগেন্স, আলভি জুয়েলার্স, ইকুইলিব্রিয়াম। পেমেন্ট পার্টনার: নগদ। ই-কমার্স পার্টনার: চালডাল। অনুষ্ঠানে সিলভার স্পন্সর: জে কে ফরেইন ব্র্যান্ডস, সুলতান, রাফিজা ক্লোসেট। ডেকোর পার্টনার: এসকে ডেকোর। ফটোগ্রাফি পার্টনার: ড্রিম ওয়েভার।
গিফট স্পন্সর: সাইমন হলিডেজ, ইউনাইটেড গ্রুপ, মারিকো বাংলাদেশ, ইটারনাল সিরামিক, সেলেসটিয়া, জেজের বেকারস টেবিল, পিঙ্কি প্রোমিজ বাই নিতি, লাফজ, জাইন এবং মাইজা।
দ্য ম্যাজেস্টিক অ্যাফেয়ার: লাইফস্টাইল অ্যান্ড ব্রাইডাল ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ডস এবং এক্সপো ২০২১। গ্রুপ পার্টনার উইমেন ক্যান এবং ফান্টাসিয়াম।
আয়োজন নিয়ে মারিয়া মৃত্তিক বলেন, করোনার এই দীর্ঘ সময়ে যেসব ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের উজ্জ্বীবিত করতেই মূলত এই উদ্যোগ। অন্যদিকে পিউরিটি দ্য হিজাব স্টোরের সিইও নুসরাত চৌধুরী বলেন, উদ্যোক্তা নারীদের এগিয়ে যাওয়ার পথে, সব সময় পাথেয় হয়ে কাজ করি আমরা। এই আয়োজন এটাই প্রমাণ করে, করোনার মতো এতো বড় দুর্যোগের পরও, সম্ভাবনা তৈরি করতে সক্ষম আমরা।
লাইফস্টাইল সেক্টরে সম্মানজনক পুরস্কার
১. টেক্সটাইল শিল্পে নেতৃত্বের জন্য
কাওসার হোসেন
উপ-ব্যবস্থাপনা পরিচালক, ফারিহা গ্রুপ
লাইফস্টাইল সেক্টরে সম্মানজনক পুরস্কার
২. পেমেন্টে সেক্টরে নেতৃত্ব
তানভীর এ মিশুক
প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক (নগদ)
লাইফস্টাইল সেক্টরে সম্মানজনক পুরস্কার
৩. অবকাঠামোতে তরুণ নেতা
মোস্তফা নবী ফাইয়াজ
ব্যবস্থাপনা পরিচালক, এ.কে. স্টিল
লাইফস্টাইল সেক্টরে সম্মানজনক পুরস্কার
৪. দন্ত চিকিৎসায় নেতৃত্বের জন্য
ডা. মুসা আয়ান
সাবেক সহ-সভাপতি, ডেন্টাল কলেজ সমিতি
লাইফস্টাইল সেক্টরে সম্মানজনক পুরস্কার
৫. ফরমাল/কর্পোরেট পোশাকে অগ্রগামী
ওয়াহিদা শারমিন
পরিচালক, ফিট এলিগ্যান্স
লাইফস্টাইল সেক্টরে সম্মানজনক পুরস্কার
৬. সবচেয়ে প্রশংসিত ফ্যাশন ব্র্যান্ড
নাবিল সুলতান
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সুলতান
লাইফস্টাইল সেক্টরে সম্মানজনক পুরস্কার
১. তরুণ ব্যবসায়ী
মুতাসিম দাইয়ান
ব্যবস্থাপনা পরিচালক, ফেয়ার গ্রুপ
লাইফস্টাইল সেক্টরে সম্মানজনক পুরস্কার
২. নেতৃত্বে তরুণ মহিলা
তাহমিনা এ তান্না
পরিচালক, ওয়ালটন
লাইফস্টাইল সেক্টরে সম্মানজনক পুরস্কার
৩. নেতৃস্থানীয় ফ্যাশন ডিজাইনার
রিনা লতিফ
ডিজাইনার ও কর্ণধার, রিনা লতিফ
৪. লাইফস্টাইল সেক্টরে সম্মানজনক পুরস্কার
ফ্যাশন আইকন
মুনজারিন আবনি
মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ
ব্রাইডাল ইন্ডাস্ট্রিতে সম্মানজনক পুরস্কার
১. ব্রাইডাল মেকওভার
জাহিদ খান
মালিক, জাহিদ খান ব্রাইডাল মেকওভার।
ব্রাইডাল ইন্ডাস্ট্রিতে সম্মানজনক পুরস্কার
২. সেরা ব্রাইডাল বিউটি সেলুন
নাভিন আহমেদ
প্রতিষ্ঠাতা এবং কর্ণধার, গালা মেকওভার স্টুডিও এবং সেলুন
ব্রাইডাল ইন্ডাস্ট্রিতে সম্মানজনক পুরস্কার
৩. সেরা দাম্পত্য পোষাক ডিজাইনার
সারাহ করিম
ডিজাইনার ও কর্ণধার, সারা করিম কাউচার।
ব্রাইডাল ইন্ডাস্ট্রিতে সম্মানজনক পুরস্কার
৪. সেরা ইভেন্ট সজ্জা
সাইমুল করিম
কর্ণধার, এসকে ডেকোর
ব্রাইডাল ইন্ডাস্ট্রিতে সম্মানজনক পুরস্কার
৫. সেরা ক্যাটারিং
শেজান শামস ও সিগমা মেহেদী
কর্ণধার, এস.অ্যাণ্ড এস কুইসিনিয়ার্স
ব্রাইডাল ইন্ডাস্ট্রিতে সম্মানজনক পুরস্কার
৭. সেরা বিবাহের ফটোগ্রাফি
জোবায়ের হোসেন শুভ
প্রতিষ্ঠাতা, ড্রিম উইভারের
ব্রাইডাল ইন্ডাস্ট্রিতে সম্মানজনক পুরস্কার
৬. সেরা বিবাহের সমাধান ব্র্যান্ড।
ফয়সাল মৃত্তিক
কর্ণধার, জে কে ফরেন ব্র্যান্ড
উচ্চাকাঙ্ক্ষী বিভাগে সম্মানজনক পুরস্কার
১. উচ্চাকাঙ্ক্ষী ফ্যাশন ডিজাইনার
আশফিয়া এ জান্নাত
কর্ণধার, ইকুলীব্রিয়াম
উচ্চাকাঙ্ক্ষী বিভাগে সম্মানজনক পুরস্কার
২. উচ্চাকাঙ্ক্ষী মেকআপ শিল্পী
রাফিজা সুলতানা
রাফিজা মেকওভার
উচ্চাকাঙ্ক্ষী বিভাগে সম্মানজনক পুরস্কার
৩. রাইজিং এস্থেটিক্স স্কিন ক্লিনিক
সিক্রেট বিউটি, সিক্রেট বিউটি লেজার এবং এস্থেটিক্স
উচ্চাকাঙ্ক্ষী বিভাগে সম্মানজনক পুরস্কার
৪. জনপ্রিয় মেকওভার প্রশিক্ষক ও নির্দেশক,
শাহিদা আহসান, শাহিদা'স বিউটি ওয়ালেট।
উচ্চাকাঙ্ক্ষী বিভাগে সম্মানজনক পুরস্কার
৫. উচ্চাকাঙ্ক্ষী সিরামিক শিল্প
তাসনিম জান্নাত কথক, এটার্নাল সিরামিক
উচ্চাকাঙ্ক্ষী বিভাগে সম্মানজনক পুরস্কার
৬. জীবনশৈলীতে উচ্চাকাঙ্ক্ষী মহিলা উদ্যোক্তা
সাদিয়া ইসলাম
শাহীন ফ্যাশন ওয়ার্ল্ড
৭. উচ্চাকাঙ্ক্ষী বিভাগে সম্মানজনক পুরস্কার
রাইজিং হারবাল স্কিনকেয়ার প্রোডাক্ট ব্র্যান্ড
কাশ্মীরি বিউটি বায় জিনিয়াথ
জিনিয়াথ জাহান জিনি
৮. উচ্চাকাঙ্ক্ষী বিভাগে সম্মানজনক পুরস্কার
রাইজিং ইন্টেরিয়র ও ফার্নিচার ব্র্যান্ড
ডার্নিয়ার ক্রি ফার্নিচারস
প্রতিষ্ঠাতা, স্বর্ণা সারওয়ার।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com