মৌমাছির কামড়ে স্কুলশিক্ষকের মৃত্যু

লেখক:
প্রকাশ: ২ years ago

বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে মৌমাছির কামড়ে প্রাণ গেল সাইদুর রহমান (৪৮) নামে এক স্কুল শিক্ষকের। বুধবার দুপুরে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান ওই শিক্ষক।

সাইদুর রহমান সুজানগর উপজেলার হাটখালি ইউনিয়নের হাকিমপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত নিফাজ উদ্দিনের ছেলে ও হাকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

উপজেলার শিক্ষা অফিসার আব্দুল জব্বার জানান, বুধবার দুপুর দেড়টার দিকে বিদ্যালয় থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে মৌমাছি তাকে কামড়ায়। এতে গুরুতর আহত অবস্থায় সাইদুর রহমানকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া পথে মৃত্যু হয়।