দুই পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মৌটুসী বিশ্বাসের বাবা মারা গেছেন। গত ৯ জানুয়ারি, রাত আড়াইটার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৌটুসীর বাবা প্রফেসর ড. সৌরেন বিশ্বাস।
অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, ‘আমাদের সবার প্রিয় অভিনেত্রী মৌটুসী বিশ্বাসের বাবা মারা গেছেন। তার মৃত্যুতে আমরা সবাই গভীর শোক প্রকাশ করছি। একই সঙ্গে মৌটুসী ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
বাবার মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না মৌটুসী বিশ্বাস। ফেসবুক পোস্টে সেই অনুভূতি প্রকাশ করে এ অভিনেত্রী লিখেন, ‘বাবা ছাড়া জীবন কেমন তা আমি জানি না। উনার তৃতীয় ব্রেন স্ট্রোকের সময় এক মুহূর্ত না ভেবে গ্রাম থেকে নিয়ে গেলাম খুলনায়। কিন্তু ফিরিয়ে আনতে পারলাম না। আমি এখনো ডিনায়ালে আছি। দোতলা থেকে মনে হয় উনি এক তলায় আছেন। এক তলাটা বাবা ছাড়া কেমন আমি জানি না। অনেকের প্রিয় সৌরেন স্যার, গ্রামের বটতুল্য দাদা, জ্যাঠা, মামা। আমার শুধু বাবা।’
মৌটুসীর বাবা ড. সৌরেন বিশ্বাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ছিলেন। এ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রতিষ্ঠাতা ও বিভাগীয় সভাপতি, নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালকের দায়িত্বও পালন করেন। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার অগ্রণী ভূমিকা স্মরণযোগ্য।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com