মোহাম্মদ ইমামুল ইসলামের কবিতা “ক্ষতের তন্তুগুলো”

লেখক:
প্রকাশ: ৪ years ago

ক্ষতের তন্তুগুলো
মোহাম্মদ ইমামুল ইসলাম
————————-
ক্ষত, বড্ড বেজন্মা তুই,
এই নিদারুণ অসময়ে তুই
আন্তঃকম্পনের কষ্টের তন্তুগুলো
কেন এতো করে নাড়ো?
ক্ষত, তোর নাই কোন আন্তঃদহন-পোড়ন
অন্যের ভিতরে জ্বলো তুমি
পরজীবি ক্ষত ।
আমি আর তুমি (ক্ষত)
কোথায় যেন চলি,
চলতে চলতে বিষন্ন মনে
বড়ো ক্ষতের ভর যে কী
হৃদয় নামক বাটখারায় মাপি।
ক্ষত, তোর নিবাসে নেই যে ফাঁকা
আরো ক্ষতের প্রজননে
তীব্র হবে জ্বালা।
যত পারো তীব্র করে
জ্বলে উঠো ক্ষত,
নিঃস্তেজ করো আমায় তুমি
দিয়ে অসীম যতো।
ক্ষত, তুমি হালকাও নও, ভারিও নও,
জটিলও নও, সহজও নও;
ক্ষত, তুমি কেমন যেন জ্বলো।
কে খোঁচায়ে খোঁচায়ে তীব্র দহনে
জ্বালায় পোড়ায় মোরে জ্বালানিহীন তেলে।
কে তুমি? জানিনা যে আমি,
জানি শুধু, ক্ষত তুমি,
শুধু যে আমায় পুড়ো।
ক্ষত, তোমার দহন-পোড়ন শেষ হলে,
ভষ্ম হওয়ার সনদ দিয়ে
ভাসিয়ে দিও আপন রঙে
অজ্ঞাত এক বানে, হাসো মুক্ত মনে।
মিরপুর – ১,ঢাকা
সকাল – ৪টা পঞ্চান্ন মিনিট
২০/০৪/২০২০