মোহাম্মদ আরিফ বিল্লাহ: বাইরে অনেক বৃষ্টি।সকালের ব্রেকফাস্ট সারলাম সাড়ে নটায়।চোখ পড়ল বিড়ালটার উপর ।খুব আয়েশি বিড়াল।একবছর আগে ও যখন আমাদের পরিবারে সদস্য হয় তখন কেউ ওকে সাদরে গ্রহন করেনি।সবাই
তাড়িয়ে দিলেও আমি ও ছেলেমেয়েদের নানা ওকে সাদরে গ্রহন করলাম।মাঝে মাঝে নিজের পাতের মাছ বা মাংস ভেঙ্গে একটু দিতাম।অন্য লোকজন বলত ডাইনিং রুম নোংরা করা যাবে না।বাধ্য হয়ে ছোট একটা প্লেটে রান্না ঘরে খাবার দিয়ে আসতাম।এভাবে চলতে থাকল।কিছুদিন পর হঠাৎ ছোট মেয়ের চিৎকার
করে ডাক।আমি বললাম কি হয়েছে?
বিড়ালে গেস্ট রুমে বিছানার উপর ফাইনাল কাম করে দিয়েছে।তাড়াতাড়ি গিয়ে দেখলাম কাম সারছে!!! বিশাল দুর্গন্ধ। ছেলেতো তখনই লাঠি নিয়ে বিড়াল বাড়ীর বাইরে তাড়িয়ে দিলো।
মানুষ ফাইনাল কাম সারে যেখানে সেখানে আর ঘুমায়
নরম বিছানা তোষকে।আর এ ব্যাটা দেখি তার উল্টো। মাঝখানে জিত আর কোয়েল মল্লিকের একটা ছবি দেখেছিলাম।জিত গেল তার বন্ধুর সাথে গ্রামের বাড়ীতে বেড়াতে।তো সে বাড়ীটি ছিল যৌথ পরিবার আর সে বাড়ীর বড়কর্তার নিয়ম ছিল খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে,চিরতার পানি খেতে হবে আর ফাইনাল কাম সারবে খোলা মাঠে ।তো জিতকে দেখা গেল ফাইনাল কাম সারতে সারতে ঘুমিয়ে পড়েছে।
আমাদের বিড়ালটা শোবে যেখানে সেখানে আর ফাইনাল কাম সারবে নরম বিছানায়। হায় বিধি!!!
এর পরের কাহিনী আরও করুন।বাসায় কাজের বুয়া আসেনা এক সপ্তাহ ধরে।বাড়ীর সবার ডিসিসন হল
যেহেতু বিড়াল রেখেছি আমি তাই বিছানার চাদর আমাকেই পরিস্কার করতে হবে।
বি আর করা সম্মানিত লোক ফান্দে পড়লে যা করে।
ভাবলাম বাংলাদেশের অনেক সম্ভ্রান্ত পরিবারের ছেলেওতো সৌদিআরব কুয়েতে গিয়ে রাস্তা ঝাড়ু দেয়ার চাকুরী করে।
দুএক দিন পর আবার বিড়াল হাজির।যথারীতি খাদ্যগ্রহন ও ফাইনাল কাম বিছানায় সারা।তিনবারের পর রাগে আমি নিজেই বিড়াল তাড়িয়ে দিলাম আর ঘোষনা দিলাম আজ থেকে এ বিড়াল আমার না।
এরপর একদিন ছেলে বলল ,” আমি বিড়ালকে গেস্টরুম আটকিয়ে বেদম মার মেরেছি আর বলেছি আর কখনও যেন ফাইনাল কাম বিছানায় না করে”।
আমি বললাম বিড়াল কি বলল?
ওটা ট্রান্সলেসন করা লাগবে।ওর উত্তর।
এর পর মারের কারনে কিনা জানিনা বিড়াল আর ফাইনাল কাম করেনা।তবে ছেলেমেয়ের নানা বিড়ালকে
রাতে রান্না ঘরে আটকে রাখে।আজকে হঠাৎ মনে খেয়াল হল রাতে বিড়ালটাকে চুপি চুপি ছেড়ে দিব।।
যদি ও আবার ফাইনাল কাম করে তবে ভাবব অভ্যাস যায় না মরলেও আর যদি না করে তবে ভাবব ঠেলার নাম বাবাজী না মাইরের নাম বাবাজী।
সারমর্ম( কি পাইলাম): আপনি যাকে কাছে টানবেন সে অনেক সময় প্রতিদান দেয় আবার অনেক সময় দেয় না।যদি না দেয় সে কাধে উঠে হিসু করে দিতেও দ্বিধা বোধ করে না।
মোহাম্মদ আরিফ বিল্লাহ,সহকারী পরিচালক, প্রাথমিক শিক্ষা,বরিশাল বিভাগ,বরিশাল।