মোমিন মেহেদী’র ‘বিজয় বাংলাদেশ’ বইমেলায়

লেখক:
প্রকাশ: ২ years ago

নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদীর সমসাময়িক বিষয় নিয়ে ছড়াগ্রন্থ ‘বিজয় বাংলাদেশ’ এসেছে একুশে বইমেলার শেষদিন। বইটি প্রসঙ্গে মোমিন মেহেদী বলেন, ২০১৭ থেকে ২০২১ পর্যন্ত দৈনিক আমাদের সময়সহ বিভিন্ন দৈনিকে প্রকাশিত সমসাময়িক বিষয় নিয়ে প্রকাশিত আমার ছড়াগুলোর সংকলন এটি। এখানে নির্মমতার রাজনীতি, অন্ধকারের অর্থনীতি, অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থাসহ সকল অন্যায়-অপরাধ-দুর্নীতির বিরুদ্ধে ছন্দ-ছড়ায় প্রতিবাদ যেমন জানিয়েছি, ঠিক তেমনি সমাধান নিয়েও লিখেছি। প্রকাশনা ও  প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলা থেকে প্রকাশিত বইটি ১৭ মার্চ বইমেলায় এলে নতুনধারার রাজনীতিকদের পাশাপাশি সকল রাজনৈতিক প্লাটফর্মের নেতাকর্মীরা বইটি সংগ্রহ শুরু করেন।

উল্লেখ্য, মোমিন মেহেদীর প্রথম লেখা প্রকাশিত হয় ১৯৯৫ সালে দৈনিক ইত্তেফাকে। একাধারে রাজনীতিক-কলামিস্ট-শিক্ষক ও প্রকাশক হিসেবে নতুন প্রজন্মের প্রিয় মুখ ১৯৮৫ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকাশিত গ্রন্থ সংখ্যা ৬৭টি। এই বইমেলায় তাঁর রচিত ‘কিতাবুন্নবী’  ও ‘দেশপ্রেমে মুজিব থেকে মোদি’ নামে আরো দুটো বই প্রকাশ করেছে বইপুস্তক প্রকাশন।