চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পেত্র পাভেল মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। পরে তাকে প্রাগের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে তার কার্যালয়।
শুক্রবার (২৪ মে) এবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের কার্যালয় জানায়, ৬২ বছর বয়সী পেত্র পাভেল বৃহস্পতিবার মোটরসাইকেল দুর্ঘটনার পর প্রাগের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি একটি অনির্দিষ্ট সময়ের জন্য হাসপাতালে থাকবেন।
প্রেসিডেন্ট পেত্র পাভেলের মুখপাত্র ভিট কোলার স্থানীয় গণমাধ্যমে বলেন, পাভেল আগামী কয়েক দিন হাসপাতালে কাটাবেন। তবে এটি তার পূর্বনির্ধারিত কর্মসূচির ওপর তেমন প্রভাব ফেলবে না। এটি শুক্রবার, শনিবার এবং রোববার পর্যন্ত হতে পারে।
পাভেলের কার্যালয় বৃহস্পতিবার (২৩ মে) জানায়, প্রেসিডেন্ট জর্ডান সফরে যাবেন। তবে এই সফরটি পরের সপ্তাহের জন্য পরিকল্পনা করা হয়েছিল কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
এছাড়া পাভেল আগামী বৃহস্পতিবার প্রাগে এক অনানুষ্ঠানিক বৈঠকে ন্যাটোভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথেও দেখা করবেন বলে একটি কূটনৈতিক সূত্রে জানা গেছে।
স্থানীয় গণমাধ্যম বলেছে, একটি বন্ধ রেসিং সার্কিটে প্রেসিডেন্ট পাভেলের মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশ এ নিয়ে তদন্ত করছে না।
সাবেক সেনা কর্মকর্তা পেত্র মোটরসাইকেল চালাতে খুব পছন্দ করেন। ক্ষমতায় আসার পরই তিনি মোটরসাইকেল চালিয়ে জার্মানিতে যান। গত গ্রীষ্মে পাভেলের হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর ছবি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তোপের মুখে পড়েন তিনি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com