সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সড়কের গতিরোধকে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সোনিয়া আক্তার (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে শ্যামনগর-মুন্সিগঞ্জ সড়কে মুনছুর সরদার গ্যারেজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোনিয়া আক্তার কলারোয়া উপজেলার ধানদিয়া গ্রামের আলমগীর গাজীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলযোগে স্বামী-স্ত্রী মুন্সিগঞ্জ যাওয়ার পথে গ্যারেজসংলগ্ন সড়কের ওপরের গতিরোধকে ধাক্কা লেগে ছিটকে পড়েন। এতে স্বামী আলমগীর গাজী ও স্ত্রী সোনিয়া আক্তার গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ওমর ফারুক বলেন, মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে সোনিয়ার মৃত্যু হয়েছে। তার স্বামী আলমগীর হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শ্যামনগর থানা পুলিশের ওসি নাজমুল হুদা বলেন, মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় তার স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।