মোটরযানের বায়োমেট্রিক যে কোনো সার্কেল অফিসে হবে: বিআরটিএ

লেখক:
প্রকাশ: ৩ years ago

রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে নির্ধারিত সার্কেল অফিসের পরিবর্তে এখন যেকোনো অফিসে বায়োমেট্রিক দিতে পারবে মোটরযান মালিকরা।

শুক্রবার (২৯ অক্টোবর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ফেসবুক পেইজে এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়েছে।

এতে মোটরযান মালিকদের জানানো হয়েছে, বিআরটিএর যে সার্কেল অফিস থেকে মোটরযানের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হয়, সে সার্কেল অফিসে এসে ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ডিআরসি) প্রস্তুতের জন্য মোটরযান মালিকের (ব্যক্তিগত মোটরযানের) বায়োমেট্রিক (ছবি, আঙুলের ছাপ, স্বাক্ষর) দিতে হয়।

এ সেবা প্রক্রিয়া সহজ করতে বিআরটিএর যে সার্কেল অফিস থেকে মোটরযান রেজিস্ট্রেশন করা হয়েছে, সে সার্কেল অফিসের পাশাপাশি এখন থেকে বিআরটিএর অন্য যে কোনো সার্কেল অফিস (মেট্রো ও জেলা) থেকে মোটরযান মালিক ইচ্ছা অনুযায়ী ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের বায়োমেট্রিক (ছবি, আঙুলের ছাপ, স্বাক্ষর) দিতে পারবেন।

এরইমধ্যে মোটরযান মালিক বিআরটিএ ঢাকা মেট্রো-১ সার্কেল, মিরপুর-১৩, ঢাকা অফিস থেকে নিজ মোটরযানটি রেজিস্ট্রেশন করেছেন। এরআগে মোটরযান মালিককে বাধ্যতামূলকভাবে বিআরটিএ ঢাকা মেট্রো-১ সার্কেল, মিরপুর-১৩ অফিসে এসে ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য বায়োমেট্রিক (ছবি, আঙুলের ছাপ, স্বাক্ষর) দিতে হতো।