টাকার অভাবে মেধাবী শিক্ষার্থী শারমিনকে উন্নত চিকিৎসা করাতে পারছে না ররগুনার বেতাগী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দিনমজুর আব্দুল হালিম।
ফলে মেয়ে শারমিনকে বাঁচাতে বাবা হালিম সমাজের বিভিন্ন জনের কাছে সাহায্যের প্রাথর্ণা করছেন এবং কাঁদছেন।
জানা গেছে পাঁচ সদস্যে নিয়ে হালিমের পরিবার। কারো বাসায় কাজ করে, মাটির কাটা, ইট ভাঙা, রাজ মিস্ত্রী জোগান দেওয়া তাঁর প্রতিদিনের কাজ।
কিছুদিন পূর্বে হালিমের মেয়ে বেতাগী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী শারমিন আক্তার (১৫) ব্রেন টিউমার ধরা পড়ে।
তাঁর উন্নত চিকিৎসার জন্য কয়েক লাখ টাকা দরকার। যা কোন ভাবে দিনমজুর হালিমের পক্ষে সংগ্রম করা সম্ভব নয় বলে এলাকাবাসী ও স্বজনরা জানিয়েছেন।
সংবাদকর্মী সজল মাহমুদ জানায়,’ তাঁর পরিবারের পক্ষে দু’মুঠো ভাত খেয়ে পরিবার চালানোই কষ্টোকর এরপর মেয়েকে এত ব্যায়বহুল চিকিৎসা করানো সম্ভব না।
এলাকা থেকে একাধিক ব্যক্তি জানান,’ টাকার অভাবে শারমিনের উন্নত চিকিৎসা অনিশ্চিত হওয়ার পথে।
তিন ভাই বোনের মধ্যে শারমিন মেঝো। বড় ভাই বেতাগী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। এছাড়া চার বছরের এক ছোট বোন রয়েছে। তাঁর মা কুলসুম বেগম গৃহিনী।
এ বিষয় শারমিন আক্তারের মা কুলসুম বেগম জানায়,’ পুরো পাঁচ সদস্যের পরিবার চলে আমার স্বামীর একার সামান্য রোজগারে। এখন কেউ সাহায্যে না করলে মেয়ে শারমিনকে বাঁচানো যাবে না।
বাবা হালিম বলেন, ‘দিন আনি দিন খাই,কোনদিন কিছুই কামাই করতে পারিনা।এমন সময় আল্লাহ বিপদ দেছে, কেমনে যে অপারেশন করাইয়া মাইয়াডারে বাঁচামু?”
সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মন্নান বলেন,’ আমরা ইতিপূর্বেও তাকে সাহায্য করেছি। তবে তাঁর উন্নত চিকিৎসার জন্য সম্মিলিতভাবে এগিয়ে আসার অনুরোধ জানান।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com