মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বিক্রি : লালবাগে ৪ ব্যবসায়ীকে কারাদণ্ড

লেখক:
প্রকাশ: ৬ years ago

মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বিক্রি করায় রাজধানীর লালবাগ কেল্লার বাজার শশ্মান ঘাট এলাকায় তিন প্রতিষ্ঠানের ৪ ব্যবসায়ীকে ২ বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১ হাজার ১শ’ বস্তা মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য জব্দ ও ৬টি গোডাউন বন্ধের নির্দেশ দিয়েছে র‌্যাবের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

বিএসটিআই’র সহযোগীতায় রোববার দুপুরে র‌্যাব-১০ এ অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

তিনি জানান, ভাবতে সত্যিই কষ্ট হয় যে, লাভ আর লোভের জন্য কতকিছুই না করছেন অসাদু ব্যবসায়ীরা। বাচ্চাদের প্রিয় খাবার চিপস, নুডলস, গুঁড়োদুধ যা কিনা ২০১৬ স্নোডেন মেয়াদোত্তীর্ণ হয়েছে সেগুলো রিপ্যাকিং করে বাজারজাত করে আসছিল রাজধানীর লালবাগ কেল্লার বাজার শশ্মান ঘাট এলাকায় ৩টি প্রতিষ্ঠান।

অভিযানে সিয়াম এন্টারপ্রাইজের মো. মীর হোসেন ও সাইফুল ইসলাম, রতন ট্রেডার্সের মো. রতন এবং হুমায়ুন ইন্টারপ্রাইজের ইমাম হাসান সুমনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করলে তাদের প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড দেয়া হয়।