মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: মেহেন্দিগঞ্জে নজিরবিহীন নিরাপত্তার মধ্যদিয়ে ৫ম পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। ৩০ জানুয়ারী (শনিবার) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সরেজমিনে পৌরসভার ৯টি ওয়ার্ড ঘুরে দেখা গেছে ভোটারগণ নির্বিঘেœ উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হওয়ায় ভোটারদের মাঝে স্বস্তি লক্ষ্য করা গেছে। ভোট গ্রহণের শুরুতে ৮নং ওয়ার্ডের টিটিডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে বেশ কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও প্রশাসনের তৎপরতায় ভোট গ্রহনে কোনো বিঘœ ঘটেনি। একাধিক ভোটারের সাথে আলাপকালে জানান, অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট হওয়ায় কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তারা খুবই আনন্দিত। সর্বশেষ ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী টানা ৩য় বারের মত মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিন খান (নৌকা) প্রতীকে ১০১৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম ইসলামী আন্দোলন মনোনীত (হাতপাখা) প্রতীকের প্রার্থী পেয়েছেন ২৪৪১ ভোট এবং বিএনপি মনোনীত (ধানের শীষ) প্রতীকের প্রার্থী জিয়াউদ্দিন সুজন পেয়েছেন ২৪২৮ ভোট। এছাড়া বেসরকারি ফলাফল অনুযায়ী কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন ১নং চরহোগলা ওয়ার্ডে আবদুল মোতালেব জাহাঙ্গীর, ২নং সোনামুখি ওয়ার্ডে এস.এম শাহজাহান সোহেল মোলা, ৩নং অম্বিকাপুর ওয়ার্ডে সোয়েব হোসেন সোহরাব, ৪নং দূর্গাপুর ওয়ার্ডে মশিউর রহমান নাদিম, ৫নং কালিকাপুর ওয়ার্ডে সরদার সাইফুল ইসলাম, ৬নং খরকি ওয়ার্ডে সাইদুর রহমান মনির, ৭নং বদরপুর ওয়ার্ডে সাইফুল ইসলাম বেপারি, ৮নং বদরপুর-চুনাগোবিন্দপুর ওয়ার্ডে নুরুল হক জমাদ্দার, ৯নং চুনারচর ওয়ার্ডে আঃ রাজ্জাক মনির জমাদ্দার এবং সংরক্ষিত মহিলা আসন ১,২,৩নং ওয়ার্ডে মিতা রানী, ৪,৫,৬নং ওয়ার্ডে রোকসানা বেগম, ৭,৮,৯নং ওয়ার্ডে বিউটি বেগম। তবে ভোট গননায় জালিয়াতির অভিযোগ এনে সংরক্ষিত মহিলা আসন ১, ২ ও ৩নং ওয়ার্ডের প্রতিদ্বন্দী তিনজন প্রার্থীর মধ্যে দুইজন ফলাফল প্রত্যাখ্যান করে ভোট পুনঃগননার জন্য রির্টানিং কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন।