মেহেন্দিগঞ্জে নির্বাচনী সহিংসতায় রক্তক্ষয়ী সংঘর্ষ-আহত ৩

:
: ৩ years ago

ইউপি নির্বাচন ঘিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মেহেন্দিগঞ্জ উপজেলার জনাভাঙ্গা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সশস্ত্র হামলায় ৩ জন আহত হয়েছে। গতকাল মেহেন্দিগঞ্জ উপজেলার জনাভাঙ্গা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এলাকায় সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে।

 

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিপক্ষ মৃত মতলব হাওলাদারের পুত্র দেলোয়ার (৪০), মৃত হাছন হাওলাদার’র পুত্র মোকলেছ ডাক্তার (৪৫) ও মোস্তাক ফরাজির পুত্র আলাউদ্দিন (৪০) এর নেতৃত্বে এ হামলা চালানো হয়। এতে পর পর দু’বারের নির্বাচিত ইউপি সদস্য কবির বাঘের ছোট ভাই ছবির বাঘ (৪০) ও এনায়েত হাওলাদার (২৮) গুরুতর আহত হয়।

 

 

 

আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকার গভীর রাতে হাসপাতাল চত্বরে দ্বিতীয় দফায় প্রতিপক্ষ গ্রুপের ছালাম হাওলাদারের পুত্র আল-আমিন হাওলাদার (২২)’র নেতৃত্বে ৮/১০ জনের একটি বাহিনী চিকিৎসাধীন ছবির বাঘ ও এনায়েত হাওলাদার’র উপর সশস্ত্র হামলা চালায়।

 

 

 

এসময় ইউপি সদস্য কবির বাঘের বড় ভাই নাজেম ভাঘ (৫৫)কে কুপিয়ে জখম করা হয়। আহত ৩ জনের মধ্যে নাজেম বাঘের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এ ব্যাপারে আহতদের পরিবার থেকে মামলার প্রস্তুতি নেয়া হবে বলে জানা যায়।