মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: “শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা, নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি” এই স্লোগানকে সামনে রেখে মেহেন্দিগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুননবী’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ (তদন্ত) তৌহিদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, উপজেলা ট্রেনিং অফিসার রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) মোঃ হেমায়েত উদ্দীন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মোঃ সেলিম, মেহেন্দিগঞ্জ নাগরিক পরিষদের আহ্বায়ক সাংবাদিক জাহিদুল বারী খোকন ও সাংবাদিক আবুল কালাম প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে সমাজে নারীদের অবদান এবং মানব সভ্যতায় নারীদের অপরিহার্য এবং অনস্বীকার্য ভূমিকার কথা উল্লেখ করেন। আলোচনা সভা শেষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কর্মসূচির আওতায় মেহেন্দিগঞ্জ উপজেলায় নির্বাচিত জয়িতাদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com